প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতে যাত্রা শুরু করে সিএসএস। একটু ভাবুন তো, গ্রামের শিক্ষার্থীরা বিজ্ঞানের মজার মজার এক্সপেরিমেন্ট করছে, অবাক হয়ে দেখছে বিজ্ঞানের জাদুর খেলা, আর মনে মনে বুনছে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন! আসলেই কি তা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। শুধু মাত্র প্রয়োজন একঝাঁক উদ্যমী তারুণ্যের, যারা বিজ্ঞানের আলোদ্বীপ জ্বেলে দিবে দেশের আনাচকানাচে। আর এই কাজটাই করে যাচ্ছে ”ক্রিয়েটিভ সাইন্স সোসাইটি”।

এটি এমন একটি সংগঠন যার জন্ম হয় খুবই প্রত্তন্ত একটি অঞ্চলের শিক্ষার্থীদের সংগ্রাম দেখে বেড়ে ওঠা এক তরুণের হাত ধরে। যিনি দেখেছিলেন অনেক বাঁধা, কিন্তু দমে না যাওয়ার একঝুড়ি গল্প।

রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী একটি এলাকা ছোট হরিণা। পাহাড়ে ঘেরা এক অনিন্দ্য সুন্দর উপজেলা। যেখানে যেতে নেই কোনো পাঁকা রাস্তা। যেতে হয় কাপ্তাই লেকের বিশাল আঁকা বাকা নদী পথ পেরিয়ে। যেখানে যেতে রাঙামাটি সদর থেকে সময় লাগে ৫-৭ ঘন্টা। সেখানে এখনো বিদ্যুতের আলো পৌঁছায়নি। জুম চাষ আর কৃষি কাজ সেখানকার মানুষের প্রধান পেশা। সেখানকার স্কুলে পৌঁছাতে শিক্ষার্থীদের পাড় হতে হয় নদী ও পাহাড়ি পথ, যেখানে যেতে নেই ভালো যাতায়াত সুবিধা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই পর্যাপ্ত পানির সুবিধাও।

এমনই একটি জায়গা থেকে ছোট্ট মাহামুদ আব্বাস প্রাইমারীর গণ্ডি পেরিয়ে সৌভাগ্যক্রমে শহরে চলে আসে পড়ালেখার ভালো সুযোগ সুবিধার আশায়। তবে বন্ধের সময় সে যখন গ্রামে যেতো, তার পরিচিত ছোট ভাই-বোন দের বিজ্ঞানের সব সুন্দর ও মজার বিষয়গুলো উপস্থাপন করতো। এতে তাদেরও আগ্রহের কমতি ছিলনা। তাদের এই আগ্রহ তাকে খুব অভাক করতো। সে একদিন ভাবলো, ওদের জন্য স্থায়ী কিছু করা যায় কিনা। স্বপ্ন দেখলো পাহাড়, ঝর্ণা ধারা আর বুনোফুলেও বিজ্ঞান ফুটবে একদিন। তখন হয়তো বিজ্ঞানের কঠিন বিষয়গুলো আরো সহজে বুঝতে পারবে শিক্ষার্থীরা। তারা শিখবে কিভাবে যাবতীয় বিষয়গুলোকে বিজ্ঞান দিয়ে চিন্তা করতে হয়। অবদান রাখবে সমাজের সকল কুসংস্কার দূরীকরণে।

পরবর্তিতে, প্রান্তিক এই পরিবেশ থেকে উঠে আসা সিএসএস এর প্রতিষ্ঠাতা মাহমুদ আব্বাস, তিনি ভাবলেন এবং ভাবালেন তার সহমনা বন্ধুদেরও, বিশেষ করে- অনুপ কুমার চাকমা( সহ- প্রতিষ্ঠাতা), মো: আরমান হোসেন ( সহ-প্রতিষ্ঠাতা),শাওন ধর রানা ( সহ-প্রতিষ্ঠাতা), মো: ওমর ছালেহীন ( সহ- প্রতিষ্ঠাতা), মো:হানিফ ইসলাম শাওন( সহ- প্রতিষ্ঠাতা) ও আরো কয়েকটি সহযোগি হাত সামনে এগিয়ে এলো। সবাই মিলে সৃজনশীল বিজ্ঞান সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করলেন ক্রিয়েটিভ সাইন্স সোসাইটি নামের একটি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক এক শিক্ষা প্লাটফর্ম।