বাংলাদেশ গণিত অলিম্পিয়াড (BMO)
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড (BMO): এটি দেশের অন্যতম জনপ্রিয় অলিম্পিয়াড, যা স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আয়োজিত হয়। সফল প্রতিযোগীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (IMO) অংশগ্রহণের সুযোগ পায়। ইতিহাস: বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধন এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচন-এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে গণিত অলিম্পিয়াড আয়োজনের…
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড (BMO): এটি দেশের অন্যতম জনপ্রিয় অলিম্পিয়াড, যা স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আয়োজিত হয়। সফল প্রতিযোগীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (IMO) অংশগ্রহণের সুযোগ পায়।
ইতিহাস: বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধন এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচন-এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে গণিত অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা করা হয়।
২০০১ সালের এপ্রিল মাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা দৈনিক প্রথম আলোর পাতাতে একটি গণিত অলিম্পিয়াড আয়োজন করার প্রস্তাব করেন। প্রথম আলোর সম্পাদক সম্মতি দিলে এই কার্যক্রম শুরু হয়।
তারই ফলস্বরূপ দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় ২০০৩ সালে। বাংলাদেশ গণিত সমিতির অনুমতিক্রমে ৩১ জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি, দুই দিনের এই উৎসবটি অনুষ্ঠিত হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে। সামগ্রিকভাবে অনুষ্ঠানের মূল আয়োজক ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০-এর অধিক শিক্ষার্থী প্রথম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। এই আয়োজনে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করে দৈনিক প্রথম আলো।
🔸ক্যাটাগরি: ৪
🔹যোগ্যতা : গ্রেড ৩-১২
🔸টাইমলাইন: জানুয়ারির কাছাকাছি
🔹ওয়েবসাইট : www.matholympiad.org.bd
নিবন্ধন প্রক্রিয়া: অনলাইন গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য অলিম্পিয়াডের সাইটে http://online.matholympiad.org.bd অথবা https://www.matholympiad.org.bd গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
এছাড়াও গণিত অলিম্পিয়াড সংক্রান্ত যেকোনো ধরনের আপডেটের জন্য গণিত অলিম্পিয়াডের ফেসবুক পেইজ (https://facebook.com/BdMOC), এবং ফেসবুক গ্রুপ ( https://facebook.com/groups/BdMOC) দেখা যেতে পারে। এছাড়া বাংলার ম্যাথের ওয়েবসাইটেও নিয়মিত আপডেট থাকবে। অথবা সিএসএস এর ফেসবুক পেজেও (https://www.facebook.com/creativesciencesociety.official) আপডেট পাওয়া যাবে।