রাঙামাটিতে ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির হান্টার মুন পর্যবেক্ষণ!

Last Updated on October 8, 2023 by Mahmud Abbas এ মাসের ১০ই অক্টোবর ছিল Full moon বা পূর্ণিমার রাত।এ সময় চাঁদ পৃথিবীর সবচাইতে কাছে অবস্থান করবে, চাঁদের মূল দূরত্ব সাধারণত হয়ে থাকে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার প্রায়। কিন্তু পূর্ণিমার রাত হওয়ায়, আজ এই দূরত্ব কমে দাঁড়াবে ৩ লক্ষ ৪৮ হাজার, ৯৮৮ কিলোমিটার একিলোমিটারে। ফলে…

Last Updated on October 8, 2023 by Mahmud Abbas

এ মাসের ১০ই অক্টোবর ছিল Full moon বা পূর্ণিমার রাত।এ সময় চাঁদ পৃথিবীর সবচাইতে কাছে অবস্থান করবে, চাঁদের মূল দূরত্ব সাধারণত হয়ে থাকে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার প্রায়।

কিন্তু পূর্ণিমার রাত হওয়ায়, আজ এই দূরত্ব কমে দাঁড়াবে ৩ লক্ষ ৪৮ হাজার, ৯৮৮ কিলোমিটার একিলোমিটারে। ফলে স্বাভাবিক এর তুলনায় চাঁদ কে আজ অনেক বড় দেখাবে। এ সময় চাঁদের উজ্জ্বলতা বা Illumination থাকবে ১০০% অর্থাৎ অতি উজ্জ্বল

চন্দ্র দর্শনের জন্য একটি সুন্দর মুহুর্তঃ

পূর্নিমার এই চাঁদ দেখার আসল মজাটা পাবেন রাত ১২ টার পর হতে রাত ৩ টার মাঝামাঝি। এসময়ে পূর্ণিমার প্রকৃত সৌন্দর্য অবলোকন করা যায়। তাই ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির সদস্যরা এই সুন্দর সুযোগকে হাত ছাড়া করেনি। 

রাঙামাটি কেন্দ্রীয় শহীদমিনারে এই হান্টার মুন পর্যবেক্ষণের আয়োজন করা হয়।

ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির রাঙামাটি জেলা টিমের সভাপতি মো. রোমান বলেন, ভবিষ্যতে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।

Similar Posts

Leave a Reply