গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স ওয়ার্কশপ
সিএসএস এর আয়োজনে কাপ্তাইয়ে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স কর্মশালা শুরু! ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির আয়োজনে বাংলার ম্যাথের পরিচালনায় এবং রাঙামাটির জেলার কাপ্তাই শিশু নিকেতন স্কুলের সার্বিক সহযোগিতায় শুরু হযেছে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স কর্মশালা। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই শিশু নিকেতন স্কুল প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসবের…
সিএসএস এর আয়োজনে কাপ্তাইয়ে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স কর্মশালা শুরু!
ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির আয়োজনে বাংলার ম্যাথের পরিচালনায় এবং রাঙামাটির জেলার কাপ্তাই শিশু নিকেতন স্কুলের সার্বিক সহযোগিতায় শুরু হযেছে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স কর্মশালা।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই শিশু নিকেতন স্কুল প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। এতে কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষা রেহানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ আর ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আব্দুল্লাহ-আল-রাজন।
You really make it appear so easy together with
your presentation but I find this topic to be really one thing that I feel I’d never understand.
It kind of feels too complex and extremely broad for
me. I’m taking a look ahead to your next submit, I will attempt to get the hold of it!