চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা যেভাবে ব্যবহার করা যাবে

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে সপ্তাহজুড়েই প্রযুক্তিবিশ্বে আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নানা আলোচনার মধ্যেই চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা সব অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে ওপেনএআই। এত দিন এই সুবিধা থাকলেও শুধু অর্থের বিনিময়ে প্রিমিয়াম গ্রাহকেরা ব্যবহার করতে পারতেন এটি।

ভয়েস চ্যাট সুবিধা কাজে লাগিয়ে এখন লিখিত প্রম্পটের বদলে মুখের কথায় চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন কাজ করা সম্ভব হবে। শুধু তাই নয়, এই সুবিধা চালু থাকলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর লিখে দেওয়ার পাশাপাশি সেগুলো পড়েও শোনাবে চ্যাটজিপিটি। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, বাংলাসহ বিভিন্ন ভাষা সমর্থন করায় সহজেই এ সুবিধা ব্যবহার করতে পারবেন বাংলা ভাষাভাষিরাও।

ব্যবহার করার নিয়ম

  • চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা চালুর জন্য প্রথমে আপনাকে চ্যাটজিপিটির চ্যাটবক্সের ডান দিকে থাকা হেডফোন আইকনে ক্লিক করতে হবে।
  • তারপর ভয়েস কনভারসেশন অপশনের পপআপ বার্তার নিচে থাকা কনটিনিউ বাটনে ট্যাপ করলেই পাঁচ ধরনের কণ্ঠস্বরের নমুনা আপনাকে দেখানো হবে।
  • এরপর পছন্দ অনুযায়ি যেকোনো একটি কণ্ঠস্বর নির্বাচন করে নিচে থাকা কনফার্ম বাটনে ট্যাপ করতে হবে।
  • এবার স্মার্টফোনের মাইক্রোফোনসহ বিভিন্ন যন্ত্র ব্যবহারে অনুমতি দিলেই ফোনে চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা ব্যবহার করার জন্য চালু হয়ে যাবে।
  • আবার ভয়েস চ্যাট সুবিধা বন্ধের জন্য ক্রস বাটন ক্লিক করতে হবে।

আরো পড়ুন

Similar Posts

28 Comments

  1. Voice chat option deoar fole onek subidha hoyeche amader jonno..Boro boro sentence gula ekhon voice chat option use kore sohojei amader mon moto answer pacchi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *