সার্চ ইঞ্জিন ব্যবহার করে কিভাবে ইন্টারনেট থেকে তথ্য খোঁজা যায়

ইন্টারনেটের বিশাল রাজ্যে, দক্ষতার সাথে প্রয়োজনিয় তথ্যটি খুঁজে পাওয়ার ক্ষমতা একটি মূল্যবান দক্ষতা বটে। সার্চ ইঞ্জিনগুলি এতে একটি মুখ্য ভূমিকা পালন করে। এগুলো জ্ঞানের সমুদ্রের প্রবেশদ্বার হিসাবে কাজ করে।

যাই হোক, আসুন জেনে নেই সার্চ ইঞ্জিন ব্যবহার করে কিভাবে ইন্টারনেট থেকে তথ্য খোঁজা যায়, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর নাম।

সার্চ ইঞ্জিন ব্যবহার করে কিভাবে ইন্টারনেট থেকে তথ্য খোঁজা যায়?

  • সার্চ ইঞ্জিন ব্যবহার করতে আপনাকে একটি ব্রাওজারের সাহায্য নিতে হবে, যেমন: ক্রোম, ওপেরা, ইত্যাদি।
  • ব্রাওজার থেকে আপনি আপনার প্রশ্ন গুছিয়ে সুন্দর করে লিখে সার্চ অপশন থেকে সার্চ করুন।
  • এরপর প্রাপ্ত বিভিন্ন ওয়েব রেজাল্টগুলো ক্লিক করার মাধ্যমে আপনি আপনার তথ্য খুজে নিতে পারেন।

এভাবে সহজে তথ্য পাওয়ার যে সিস্টেম আমরা ব্যবহার করি বা আমরা যে সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমাদের প্রয়োজনিয় তথ্য পেয়ে থাকি সেই সার্চ ইঞ্জিনগুলোর কাজ করার বিভিন্ন ধাপ আছে। পরবর্তি অংশে আমরা তা জানবো।

Search Technic

আরো পড়ুন: গুগলের নতুন এআই টুল জেমিনি যা করতে পারে

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

একটি সার্চ ইঞ্জিন হল একটি জটিল টুল যা ওয়েবকে নেভিগেট করে। ব্যবহারকারীদের প্রাসঙ্গিক ফলাফল প্রদানের জন্য তথ্য ইনডেক্স করে। ওয়েব ক্রলিং, যেখানে সার্চ ইঞ্জিনগুলি ওয়েবসাইটগুলি থেকে ডেটার সংগ্রহ করে, তারপরে ইনডেক্সিং করা হয়, যেখানে তথ্য দ্রুত সার্চারের কাছে পৌছানোর জন্য সংগঠিত হয়।

আরো সহজ করে বলতে গেলে যেকোনো সার্চ ইঞ্জিন প্রধানত তিনটি কাজ করে। ১. ক্রলিং ২. ইনডেক্সিং ৩. রেংকিং

ক্রলিং: সবার প্রথমে সার্চ ইঞ্জিন ওয়েব সাইটের তথ্যগুলো পরিক্ষা করে দেখে। এই কাজ প্রধানত সার্চ ইঞ্জিন রোবট করে থাকে। একে সংক্ষেপে বট বা স্পাইডারও বলে।

ইনডেক্সিং: তথ্য পরিক্ষা করার পর প্রয়োজন অনুযায়ি বিভিন্ন ক্যাটাগরিতে তথ্যগুলো ভাগ করে নেয় এই বট।

রেংকিং: শেষ ধাপে সার্চ ইঞ্জিন কোনো ব্যাক্তির সার্চের সাথে কোন তথ্য সবচেয়ে বেশি মিলে যায় সেই অনুযায়ি রেংকিং করে থাকে। যখন আপনি কোনো ‍বিষয় সার্চ ইঞ্জিনে সার্চ করেন, তখন ইঞ্জিন ওই বিষয়ের সাথে মিল আছে এমন সব তথ্যকে গুরুত্ব অনুযায়ি পর্যায়ক্রমে আগে পরে করে সাজিয়ে থাকে।

আরো পড়ুন: Ai মডেলের মাসে আয় লাখ টাকার বেশি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন

ইন্টারনেট ল্যান্ডস্কেপ গুগল, বিং এবং ইয়াহুর মত সার্চ ইঞ্জিন গুলো এই সার্চ ইঞ্জিন জগতে সর্বাধিক পরিচিতি পেয়েছে। যার মধ্যে গুগল একাই বিশেষ রাজক্ত চালাচ্ছে বলা যায়। যদিও প্রতিটিরই স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তবে Google এর পরিশীলিত অ্যালগরিদম প্রায়শই এটিকে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে রাখে।

আরো পড়ুন

Similar Posts

One Comment

Leave a Reply