Ai মডেলের মাসে আয় লাখ টাকার বেশি

মডেল, যার মায়াবি চেহারায় হয়তো আপনার চোখ আটকে যাবে। হয়তো আপনি তার ফ্যানও হয়ে যাবেন। এতো আর নতুন কিছু নয়। কিন্তু সেই মডেল যদি মানুষ না হয়ে রোবট হয়? স্পেনে আছে এমনই এক Ai মডেল। যাকে এতদিন সবাই সত্যিকারেের মানুষ বলেই ভাবত। কিন্তু অবশেষে জানা গেল, সেই মডেল আদতে কোনও মানুষ নয়! তাঁর রূপের পুরোটাই নাকি এআই-এর কীর্তি। নাম তাঁর এইটানা লোপেজ।

এইটানা লোপেজের ইন্সটাগ্রাম পেজ রীতিমতো তাক লাগিয়ে দেবে যে কাউকেই। সেখানে ১ লাখের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। দিন দিন সেই সংখ্যাটা বেড়েই চলেছে। এছাড়াও, প্রচুর টাকা কামাতে শুরু করেছে এই এআই মডেলটি। কেন জলজ্যান্ত রক্তমাংসের মানুষ ছেড়ে এমন মডেল তৈরি করা হল? কারণটা সংবাদমাধ্যমকে জানালেন এইটানার সংস্থা ‘ক্লুলেস’ এর মালিক রুবেন ক্রুজ।

কীভাবে Ai মডেল এইটানাকে বানানো হল?

রুবেনের কথায় জানা যায়, তাঁর ইনফ্লুয়েনসার ও মডেলদের নিয়ে প্রায়ই তাঁকে সমস্যায় পড়তে হত। ঠিক সময় কাজ শেষ হত না তার। অনেক সময় কথা দিয়েও অনেকে কাজ করত না তারা। ব্যবসায় অনেকটা ক্ষতি হচ্ছিল। সেই সব দেখে একটু বিরক্ত ছিলেন রুবেন। অবশেষে মাথায় আসে নতুন এই ফন্দি। কর্মীদের সাহায্যে বানিয়ে ফেলেন Ai মডেল এইটানা লোপেজকে।

Ai model aitana

রুবেন জানান, একটি বিশেষজ্ঞ টিমকে এই কাজে নিয়োগ দেয়া হয়। এরপর বছর পঁচিশের এইটানার ইন্সটাগ্রাম প্রোফাইল খোলা হয়। সে কোথায় কোথায় ফটোশুট করবে আর কোথায় ঘুরতে যাবে তাও ঠিক করে ফেলা হয়। তবে আসলে কোথাও তাকে যেতে হয়নি। তাঁর ব্যাকগ্রাউন্ডের ছবি গুলি আদতে গ্রাফিক্সের কারসাজি বলেই জানান রুবেন।

আরো পড়ুন: সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

এইটানা লোপেজের বর্তমান আয়

বর্তমানে বিজ্ঞাপনে অভিনয় করতেও শুরু করেছে এইটানা। প্রতি বিজ্ঞাপনে তাঁর আয়ও নেহাত কম নয়। প্রতি বিজ্ঞাপনে এক হাজার ইউরো দিতে হয় এইটানাকে। বিজ্ঞাপনে নিখুঁত কাজের জন্য তাঁকে ইতিমধ্যেই অনেক সংস্থার কর্তারা পছন্দ করতে শুরু করেছে। ফলে কাজও ভালোই জুটছে Ai মডেল এইটানার। তাঁর আবেদনময়ী ‘লুক’ নিয়ে প্রায়ই বিভিন্ন অভিযোগ শোনা যায়। কিন্তু সেসব একেবারেই উড়িয়ে দিচ্ছে রুবেন। রুবেন জানায়, সাহসী ‘লুক’ই মডেলের আসল আকর্ষণ।

আরো পড়ুন: অনলাইনে নিরাপদ থাকার কিছু উপায়

Similar Posts

21 Comments

  1. Very good information.
    This information will motivate us to do something new. And also we will be brave.

  2. আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর নানাবিধ ব্যাবহার সম্পর্কে আরো জানতে চাই।।

  3. AI দিয়ে অনেক কিছু করা গেলেও তা অনেক ক্ষেত্রেই মনের মতো হবে না। তবে এটা ঠিক যে, আগের কাজগুলো আমরা খুব দ্রুত সময়ে করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *