উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম বন্ধ করছে মাইক্রোসফট

সম্প্রতি মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর উইন্ডোজ টেনের কোনো সাপোর্ট অব্যহত রাখবে না। এর ফলে বিশ্ব ব্যাপি প্রায় ২৪ কোটির মতো কম্পিউটার অকেজো হয়ে যেতে পারে। গবেষনা প্রতিষ্ঠান ‘ক্যানালিস্ট রিসার্চ’ এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। তবে অপারেটিং সিস্টেম বন্ধ করার পরও অনেক বছর সেসব কম্পিউটার সচল থাকার সক্ষমতা থাকবে।

উইনডোজ টেন মাইক্রোসফটের একটি উল্লেখযোগ্য সংস্করণ। এর যাত্রা শুরু হয় ২০১৫ সালে। উইন্ডোজ টেন নিয়ে আসার পর মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছিলো যে উইন্ডোজের আর কোনো নতুন সংস্করণ আনা হবে না। শুধু উইন্ডোজ টেনকে ক্রমাগত আপডেট করার মাধ্যমে তা সময়ে সময়ে উন্নত করা হবে।

তবে ২০২১ সালের জুন মাসে মাইক্রোসফট তাদের নতুন আরেকটি সংস্করণ উইন্ডোজ ইলেভেন আনার কথা জানায়। আর এবার তারা উইন্ডোজ টেনের সকল সাপোর্ট বন্ধ করার ব্যাপারে জানালো। যা কার্যকর হতে পারে ২০২৫ সালের অক্টোবর নাগাদ।

আরো পড়ুন: গুগলের নতুন এআই টুল জেমিনি যা করতে পারে

অনেক পিসিতে এটি বন্ধ হওয়ার পরও উইন্ডোজ টেনের কার্যকারিতা লম্বা সময় পর্যন্ত থাকবে। তবে সিকিউরিটি আপডেট না থাকার ফলে ওইসব কম্পিউটারের চাহিদা কমে যেতে পারে।

Windows 10

এদিকে মাইক্রোসফট জানিয়েছে বার্ষিক একটি ফি এর বিনিময়ে মাইক্রোসফট ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত উইন্ডোজ টেনের সিকিউরিটি আপডেট অব্যহত রাখবে।

গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস্ট রিসার্চ জানিয়েছে মাইক্রোসফটের এমন ঘোষণার পর বিশ্ব ব্যাপি প্রায় ২৪ কোটি পিসি অকেজো হয়ে পড়তে পারে। যার কারণে বিশ্ব ব্যাপি বাড়তে পারে ই-বর্জ্যের পরিমাণও। এই ই-বর্জ্যের ওজন হতে পারে প্রায় ৪৮ কোটি কেজি, যা প্রায় তিন লক্ষ বিশ হাজার গাড়ির সমান।

বিশ্লেষকদের ধারণা মাইক্রোসফট উইন্ডোজ টেনের অপারেটিং সিস্টেম বন্ধের মাধ্যমে AI বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট সম্বলিত নতুন যুগের পিসি বাজারে আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট।

নিউজ সোর্স: মাছরাঙা টেলিভিশন

আরো পড়ুন

Similar Posts

15 Comments

  1. প্রায় ২৪ কোটি পিসি অকেজো হয়ে পরবে! আশা করি এই বিষয়ে তারা কোন পদক্ষেপ নিবে।

  2. এটা অনুচিত কার্য বলে আমি মনে করি। নতুন অপারেটিং সিস্টেম এডভান্সড এবং উন্নত হলেও বর্তমান কে তো আমরা ফেলে দিতে পারি না। এই বিষয়ে তাদের ভালো কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করি।

Leave a Reply