বিমান কি আকাশে থেমে থাকতে পারে?

আমরা প্রায় সময় আকাশে বিমান উড়তে দেখি। এ বিমান গুলো সবসময় আমরা গতিশিল অবস্থায় সামনের দিকে ভেসে যেতে দেখি। তবে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই বিমান গুলো কি কখন আকাশে থেমে থাকতে পারে?

বিষয়টি যদি এমন হয় যে আপনি ভাবছেন হেলিকপ্টার যেভাবে আকাশে সামনের দিকে না গিয়েও একটি জায়গায় থেমে থাকতে পারে, ঠিক সেভাবেই বিমান কি আকাশে থেমে থাকতে পারে কিনা। তবে এই প্রশ্নের উত্তর হলো না, পারে না।

আর যদি প্রশ্নটি এমন হয় যে বিমান আকাশে তার ইঞ্জিন থামিয়ে ভেসে থাকতে পারবে কিনা, তবে এই প্রশ্নের উত্তর হলো পারবে, তবে কিছু সময়ের জন্য। কেননা বিমানের গতি কমার সাথে সাথে এটি তার পূর্বের উচ্চতা আর ধরে রাখতে পারবে না। আস্তে আস্তে এটি নিচের দিকে নেমে আসবে।

বিমান কি আকাশে থেমে থাকতে পারে কিনা এই প্রশ্ন বুঝতে আমাদের আগে বুঝতে হবে বিমান কিভাবে আকাশে উড়ে। চলুন তা আগে জেনে নেই।

আরো পড়ুন: রকেট কিভাবে মহাকাশে যায়

বিমান কিভাবে আকাশে উড়ে

বিমান উড়ার জন্য বিমানকে অভিকর্ষ বলের বীপরিতে কাজ করতে প্রচুর উর্ধমুখী বল তৈরী করতে হয়। বিমানের শক্তিশালি ইঞ্জিন এবং বিমানের উপর ক্রিয়া করা ৪টি এরোডাইনামিক্সকে ঠিক রেখে মূলত বিমান আকাশে উড়ে থাকে।

বিমান যখন চলতে শুরু করে তখন এটিকে বাতাস কেটে সামনের দিকে যেতে হয়। এসময় বিমানের পাখার উপরের বাতাস বেশি দূরুত্ব অতিক্রম করে এবং এর বেগও বেশি থাকে। তবে এই বাতাস বিমানের উপর চাপ প্রয়োগের সুযোগ কম পায়। অন্য দিকে পাখার নিচের বাতাস কম দূরুত্ব অতিক্রম করে এবং এর বেগও কম থাকে। যার ফলে এটি বিমানের উপর চাপ প্রয়োগের সুযোগ বেশি পায় এবং বিমানকে আস্তে আস্তে উপরে তুলে ফেলতে সাহায্য করে।

Aircraft flying

উপরে উঠে যাওয়ার পর বিমানকে ভাসিয়ে সামনে এগিয়ে নিতে প্রয়োজনিয় বল তৈরী করে এর ইঞ্জিনগুলো। এই ইঞ্জিনের দহণের অংশে বাতাস প্রবেশের আগেই কিছু বাতাস প্রচন্ড উচ্চ চাপের সৃষ্টি করে। যা ফুয়েলের সাথে মিলে একটি উত্তপ্ত গ্যাস তৈরি করে। এই গ্যাস পেছন দিয়ে প্রচন্ড গতিতে বের হয়ে বাতাসের ‍উপর একটি ধাক্কা তৈরী করে। তখন বাতাস থ্রাস্ট তেরী করে বিমানকে সামনের দিকে ঠেলে দেয়। এভাবে একটি বিমান মূলত সামনের দিকে এগিয়ে যেতে পারে।

আরো পড়ুন: সোলার প্যানেল কিভাবে কাজ করে

বিমান কি আকাশে থেমে থাকতে পারে?

আমরা যেমনটা দেখছিলাম যে বিমান যখন আকাশে উড়ে তখন এটি তার সামনের বাতাসকে ব্যবহার করে। এটি বাতাসকে কেটে সামনের দিকে এগিয়ে যায়। সামনে থেকে পাওয়া বাতাসকে ইঞ্জিনের মাধ্যমে পেছনে প্রচন্ড বেগে ঠেলে দিয়ে এটি সামনে এগিয়ে যায়। তবে বিমান একটি নির্দিষ্ট জায়গায় দাড়িয়ে থাকলে কিন্তু এমনটা করা সম্ভব হয় না। তাই বলাই যায় যে বিমানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গায় থেমে থাকা সম্ভব নয়।

আরো পড়ুন

হোমে যেতে: bdcss

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *