রাতের আকাশ কালো হয় কেন?

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের সাথে সাথে বায়ুমন্ডল বা আকাশে সূর্যালোকের তীব্রতা ও ঘটনার দিক এবং প্রতিফলনের সাথে সাথে আকাশের রং পরিবর্তিত হয়। আকাশ কখনো কখনো নীল হয়, আবার কখনো কখনো কালো হয় । এখন প্রশ্ন হলো- রাতের আকাশ কালো দেখায় কেন? এই কৌতূহল হয়তো তোমার মনেও জাগ্রত হয়। এইবার চলো এই কৌতূহলটা বের করি।

রাতের আকাশে কতো গ্রহ নক্ষত্র রাতভর জ্বল জ্বল করে, তবুও রাতের আকাশ কালো দেখায়। এই রাতের আকাশে দেখা যায় কতো কতো স্টার, মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ, যেখানে আছে প্রায় ১০০ বিলিয়ন নক্ষত্র। আর গোটা মহাবিশ্বে গ্যালাক্সি আছে আনুমানিক ১২৫ বিলিয়ন। এত এত নক্ষত্র জ্বলছে, তবু কেন রাতের আকাশ আলো ঝলমলে নয়?

চলো একটি উদাহরণ দেখি। এখানে কাজ করছে ডপলার এফেক্ট। ডপলার এফেক্ট হলো- ধর, মসজিদের মাইকে হুজুর আযান দিচ্ছে তখন তুমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছ তখন আওয়াজ টা তোমার কানে তীব্র গতিতে ঢুকছে আবার যখন তুমি মসজিদ থেকে দূরে চলে যাও তখন তোমার কানে আস্তে আস্তে আওয়াজটা শোনা যাচ্ছে। এটাকেই বলে ডপলার এফেক্ট বা ডপলার ক্রিয়া ।

এই একই কারণে সম্প্রসারণশীল মহাবিশ্বের গ্যালাক্সিগুলো তাদের সব নক্ষত্র নিয়ে আমাদের থেকে দূরে চলে গেলে নক্ষত্রের আলোর তীব্রতা আমাদের চোখে কম দেখা যায়। ফলে রাতের আকাশ মনে হয় কালো। নক্ষত্ররা নিরন্তর আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তাই রাতের আকাশ আমাদের চোখে কালো দেখায়।

লেখক: আফসারা সোমা

আরো পড়ুন

হোমে যেতে: bdcss

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *