আবারো চাঁদে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নাসার
অ্যাপোলো মিশনের অর্ধশত বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র আবারও চাঁদে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে। সময়টি হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি ২০২৪। এমনটাই জানিয়েছে চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য দেশটির বেসরকারি কোম্পানি (নাসা) র প্রধান।
নভোচারীবিহীন এই ল্যান্ডারটির নাম পেরেগ্রিন। অ্যাস্ট্রোবোটিক নামের আমেরিকান কোম্পানি যানটি তৈরি করেছে। “নাসার আর্টেমিস মানব মিশনের প্রত্যাশায় চন্দ্রের পরিবেশ অধ্যায়নের জন্য যানটি যন্ত্রপাতি বহন করবে”- কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জন থর্নটন।
বেশ কয়েক বছর আগে মার্কিন কোম্পানিগুলোকে চাঁদে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তি পাঠাতে ‘সিএলপিএস’ নামে একটি কর্মসূচিরর অধীনে অনুমোদন দেয় নাসা।
চন্দ্র অভিযান খাতে অর্থনীতির বিকাশ ঘটানো ও কম খরচে পরিবহন সেবা প্রদান করার লক্ষ্যে অন্যান্য বেসরকারি কোম্পানির সাথে চুক্তি করে নাসা। পিটার্সবার্গে এক প্রেস ব্রিফিংয়ে থর্নটন বলেন,”আমরা এখানে যা করার চেষ্টা করছি তার একটি বড় চ্যালেঞ্জ হলো কম ব্যয়ে উৎক্ষেপণ ও চাঁদের পৃষ্ঠে অবতরণের চেষ্টা করা।”
“চাঁদের পৃষ্ঠে যাওয়া প্রায় অর্ধের মিশন সফল হয়েছে। সুতরাং অবশ্যই এটি একটি ভয়ংকর চ্যালেঞ্জ। আমি এর প্রতিটি পর্যায়ে আতঙ্কিত ও রোমাঞ্চিত। “
থর্নটন বলেন, ইউএলএ শিল্প গ্রুপের ভলকান সেন্টার নামে নতুন রকেটের উদ্বোধনী ফ্লাইটে ফ্লোরিডা থেকে ২৪ ডিসেম্বর এটি উৎক্ষেপণের কথা রয়েছে। এরপর অনুসন্ধান যানটি চন্দ্রের কক্ষপথে পৌঁছাতে ‘কয়েক দিন’ সময় নেবে। কিন্তু অবতরণের চেষ্টা করার আগে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাতে লক্ষ্যস্থলে আলোর অবস্থা ঠিক থাকে।
যানটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হবে কোম্পানির নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে।
Wow😍
Waiting for that very moment
তথ্যগুলো জেনে আমার খুবই ভালো লাগছে।
Hope they will achieve their goal..
Cann’t wait
Wonderful plan
This will be phenomenal incident😳
That is astonishing!
Great news
অবিশ্বাস্য আরেক জয় হবে🥰
AMAZING
Great
Successfully launch korbe asha rakhi 😃
Wow
Incredible
very informative post ngl!!
So nice!!!
wow
Great job..!!
science এগিয়ে যাক আরেক পা
Will be eagerly waiting to know more!
I wish them a good luck!
Nice 💜
Great🖤
This thing gonna change the world
That means NASA is going to make another history on December 24 we are all waiting
Nice initiative!
স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার জন্য কী AI ব্যবহার করা হয়েছে?