ভূমিকম্প কেন হয় তার কারণ জেনে নিন

একটা সময় ছিলো যখন পৃথিবীর সব স্থলভাগ একত্রে ছিল। পৃথিবীর উপরিভাগ মূলত কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত বলে প্লেট গুলো ধীরে ধীরে আলাদা হয়ে গেছে। এই প্লেটগুলোকেই বিজ্ঞানীরা নাম দিয়েছে টেকটোনিক প্লেট।

এই টেকটোনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে। যেকোনো কারণে এগুলোর মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ খুবই শক্তিশালী হয়, তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়। আর তখনো যদি যথেষ্ট শক্তি থাকে, তবে তা সেটা ভূত্বককে কাঁপিয়ে তোলে। এই কাঁপুনিকেই মূলত আমরা ভূমিকম্প বলি।

richter scale

বিবিসি ও আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো স্থানে ভূকম্পনের জন্য ফল্ট লাইনের বড় একটি ভূমিকা রয়েছে। ভূত্বকের বিশাল খণ্ডকে টেকটোনিক ফল্ট বলে। আর দুটি টেকটোনিক প্লেটের মধ্যে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়।

Similar Posts

Leave a Reply