পারমাণবিক ব্যাটারি আসছে বাজারে | চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

বারবার ফোন চার্জ দিতে কি আর ভালো লাগে? তবে এই চিন্তার অবশান হতে চলেছে। কারণ চীনা টেক কোম্পানি ‘বেটা ভোল্ট’ আনতে চলেছে এক নতুন ব্যাটারি। তাদের দাবি অনুযায়ি, কোনো চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা সম্ভব ৫০ বছর।

কোম্পানি বেটাভোল্ট জানায়, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত।

কোম্পানিটি জানায়, পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে। দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হতে যাচ্ছে। স্মার্টফোন ছাড়াও বিটভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটের মতো অনেক ধরণের যন্ত্রে।

Atomic Battery

নিরাপত্তার দিক থেকেও প্রচলিত ব্যাটারির তুলনায় এই ব্যাটারি বেশ এগিয়ে। এটিতে ধরবে না আগুন। সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। এতে যদিও পারমাণবিক শক্তি ব্যবহার হবে, তবে নেই কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি। যা ব্যবহার করা যাবে পেসমেকারের মতো মেডিকেল ডিভাইস গুলোতে। ২০২৫ সাল নাগাদ এই ব্যাটারি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

নিউজ সোর্স: যমুনা নিউজ

আরো পড়ুন

Similar Posts

9 Comments

Leave a Reply