গুগলের নতুন এআই টুল জেমিনি যা করতে পারে
ইদানিং কালে AI টুল গুলো নিয়ে অনেক বেশি মাতামাতি হচ্ছে। এই বছর চ্যাট জিপিটি এসে সেই মাতামাতি যেনো বহুগুনে বাড়িয়ে দেয়। এদিকে গুগল চেষ্টা করছিলো কিভাবে এই চ্যাট জিপিটি-কে টেক্কা দেয়া যায়। এর আগে তারা বার্ড নামে একটি AI লঞ্চ করলেও উল্লেখযোগ্যভাবে তারা যেন চ্যাট জিপিটি-কে টেক্কা দিতে পারছিলো না। তাই তারা এবার নতুন করে নিয়ে এলো AI GEMINI কে।
এ যাবৎ Google এর সবচেয়ে শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল হল জেমিনি। নতুন এআই মডেলটি তাদের আরেক সংস্করণ বার্ডের চেয়েও উন্নত এবং সহজেই নানা ধরনের কাজ করতে সক্ষম। বর্তমানে এটি টেস্টিং লেভেলে আছে যাতে নিশ্চিত করা যায় যে এটি কতটা নিরাপদ। AI মডেলটি আগামী বছর নাগাদ জনসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে।
আরো পড়ুন: উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম বন্ধ করছে মাইক্রোসফট
গুগলের এআই মডেল জেমিনি
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, নতুন এই AI মডেলটি মানুষের কমান্ড অনুযায়ী বিভিন্ন কাজ করতে পারবে। AI Chat মডেলটিতে মানুষ যেভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে, ঠিক সেভাবে এই মডেলটি কাজ করবে। জেমিনি এআই ডিপমাইন্ড এবং গুগলের গবেষক দল যৌথভাবে তৈরি করেছে। এটি টেক্সট, ছবি, অডিও ও কম্পিউটার কোড তৈরি করার মতো নানা ধরনের কাজ সহজেই করতে পারে।
গুগলের GEMINI AI লঞ্চ করা হয়েছে মোট তিনটি সাইজে- ন্যানো, প্রো এবং আলট্রা। তিন ধরনের আলাদা আলাদা কাজ করবে এগুলো। ডাটা সেন্টার এবং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জটিল কাজের জন্য আল্ট্রা মডেল, বেশি পরিমাণে ডাটা নিয়ে কাজের জন্য প্রো মডেল, আর অন-ডিভাইস কাজ করার জন্য রয়েছে ন্যানো মডেল।
জেমিনি এআই মডেলের এই ত্রিস্তরীয় কার্যকলাপের মাধ্যমে গুগল নিশ্চিত করতে চাইছে যে তাদের লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেন সাধারণ মানুষের সব ধরনের কাজে ব্যবহার করা সম্ভব হয়। কোনো ডিভাইসে দ্রুত গতির কাজ হোক, বা একসঙ্গে একাধিক কাজ করার হোক কিংবা ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের শক্তিশালী এবং জটিল কাজ- সব কিছুর সমাধান পাওয়া যাবে Google GEMINI AI মডেলে।
গুগল অ্যাসিস্ট্যান্ট ও বার্ডের ভাইস প্রেসিডেন্ট সিসি সিয়াও জানান, জেমিনি দুই ধাপে বার্ডের মধ্যে চালু করা হচ্ছে। বার্ডের মধ্যে জেমিনি প্রো প্রাথমিকভাবে টেক্সট বেইজ প্রম্পট সাপোর্ট করবে। নতুন AI মডেলটি ১৭০টিরও বেশি দেশে ইংরেজিতে পাওয়া যাবে। আর ভবিষ্যতে আরো ভাষার সাপোর্ট আনা হবে এতে
আরো পড়ুন: Ai মডেলের মাসে আয় লাখ টাকার বেশি
নিউজ সোর্স: Google, BonikBarta, ABPlive
New day new Innovation. Waiting for something interesting again.
Today this is an important news. I’m looking forward to it.
Its really a brilliant invention
This new AI is a huge leap from today’s AI’s.
this is an important news. maybe it will aross ChatGPT
Hope this will be helpful
Waiting for new innovation.
Hope It will be helpful for us..
Great to know this